শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | আইএসএলের উদ্বোধনী ম্যাচে যুবভারতীতে মুখোমুখি ফুটবলের জয়-বীরু

Sampurna Chakraborty | ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৫৬Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: এতবছর খেলেছেন এক ক্লাবে। জাতীয় দলেও সতীর্থ। ফুটবল মাঠের হরিহর আত্মা। মাঠে এবং মাঠের বাইরে প্রিয় বন্ধু। ভারতীয় ফুটবলের জয়-বীরু। কিন্তু শুক্রবার একে অপরের শত্রু লালিয়ানজুয়ালা ছাংতে এবং লালেংমাউয়া রালতে, ওরফে আপুইয়া। একে অপরের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছেন দু'দলের দুই উঠতি তারকা। একজনের লক্ষ্য সুনীল ছেত্রীর ছেড়ে যাওয়া জুতোয় পা গলানো। অন্যজনের দেশের সেরা মিডফিল্ড জেনারেল হওয়ার। তবে শুক্রবার দুই বন্ধুর একটাই লক্ষ্য, যুবভারতীর একশো গজে একে অপরকে টেক্কা দেওয়া। ছাংতে বলেন, 'আগের বছর আমরা একই দলে ছিলাম। কিন্তু এবার আপুইয়ার বিরুদ্ধে খেলতে হবে। ওর জন্য শুভেচ্ছা রইল।'

নিজের বন্ধু সম্পর্ক খুব বেশি শব্দ খরচ করতে চাননি মুম্বই সিটির তারকা ফুটবলার। কিন্তু আবেগ চাপার চেষ্টা করেননি আপুইয়া। ছাংতের বিরুদ্ধে মাঠে নামার তর সইছে না বাগানের নবাগত ফুটবলারের। আপুইয়া বলেন, 'ছাংতে খুব ভাল প্লেয়ার। একইসঙ্গে ভাল মানুষও। মুম্বইয়ে আমরা একসঙ্গে খেলেছি। দেশের হয়েও। মুম্বইয়ে ও আমার প্রিয় বন্ধু ছিল। তার বাইরেও। আমরা দেশের হয়েও একসঙ্গে খেলেছি। আমার সঙ্গে দারুণ সম্পর্ক। আশা করব ও আমাদের বিরুদ্ধে গোল করবে না। বাকি ম্যাচের জন্য শুভেচ্ছা রইল।' 

দীর্ঘদিন একসঙ্গে খেলায় একে অপরের শক্তি এবং দুর্বলতা সম্বন্ধে অবগত দুই পাহাড়ি ফুটবলার। কিন্তু ম্যাচের আগে এই প্রসঙ্গে দু'জনেই মুখে কুলুপ আঁটেন। আপুইয়া হাসতে হাসতে বলেন, 'এটা ম্যাচের আগে বলা যাবে না।' পরমুহূর্তেই আবার ছাংতে-বিপীন‌ জুটিকে নিয়ে সাবধানবাণী দেন। আপুইয়া বলেন, 'ওদের আটকানোর চেষ্টা করতে হবে। ওদের জায়গা দেওয়া যাবে না। দু'জনেই গতিশীল।' গত কয়েক বছরে মুম্বইয়ের সাফল্যের পেছনে এই জুটির অবদান অনস্বীকার্য। কিন্তু নতুন মরশুমে ভেঙেছে জুটি। তবে টলেনি জেদ, কমেনি সাফল্যের খিদে। দলের লড়াইয়ের অন্তরালে এক অন্য দ্বৈরথের প্রস্তুতিতে মগ্ন দুই বন্ধু।  

মুম্বইয়ে বেশ কয়েকবছর ধরে খেলছেন ছাংতে, কিন্তু মোহনবাগানে এই প্রথম আপুইয়া। এসিএল টু-তে খেলার স্বপ্নই সবুজ মেরুনে আসার অন্যতম কারণ তাঁর। ফুটবলের পাশাপাশি প্রাইভেটে সমাজবিজ্ঞান নিয়ে পড়ছেন আপুইয়া। উঠতি ফুটবলারদের মধ্যে ভাল কথা বলেন। বেশ পাকাপোক্ত। ডুরান্ড কাপে সবুজ মেরুন জার্সিতে অভিষেক হলেও, এখনও তেমন নজর কাড়তে পারেননি। আইএসএলে পুরোনো দলের বিরুদ্ধেই অভিযান শুরু করতে চলেছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর কাছে ম্যাচটা বিশেষ। এই প্রসঙ্গে আপুইয়া বলেন, 'ম্যাচটা আমার জন্য আকর্ষণীয় হবে। সবুজ মেরুন জার্সিতে আইএসএলে আমার প্রথম ম্যাচ। মোহনবাগানে খেলা আমার স্বপ্ন ছিল। ভারতীয় ফুটবলে আমার সবচেয়ে পছন্দের ক্লাব। তারওপর প্রথম ম্যাচ আমার পুরোনো ক্লাবের বিরুদ্ধে। তাই অবশ্যই মুম্বই ম্যাচটা আমার কাছে স্পেশাল। তবে শুধু একটা ম্যাচ নয়‌, আমার লক্ষ্য ট্রফি জেতা।' যুবভারতীতে একাধিক ম্যাচ খেলেছেন। তবে বেশিরভাগই মুম্বইয়ের জার্সিতে। যার ফলে সমর্থন তাঁদের বিরুদ্ধে ছিল। কিন্তু শুক্র সন্ধেয় পরিস্থিতি এবং পরিবেশ পুরো ভিন্ন থাকবে। গোটা স্টেডিয়াম তাঁদের হয়ে গলা ফাটাবে। এটা ভেবেই উত্তেজিত আপুইয়া।‌ 


#Mohun Bagan#Mumbai City FC#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

রোহিত-বিরাটের উইকেট পেয়েও নেই কোনও বাড়তি সেলিব্রেশন, রহস্য ফাঁস হাসানের ...

মিনি ডার্বি জিতলেই খেতাব প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের...

মাঠে নামতে আর বাধা নেই, কেরালার বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে পারে আনোয়ারকে...

তারকাদের ব্যর্থতার দিনে অশ্বিনের শতরানের রহস্য কী? ...

টেস্ট শুরুর আগে কুলদীপকে অপহরণ? দুই তারকা ক্রিকেটারের ভিডিও ভাইরাল...

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...



সোশ্যাল মিডিয়া



09 24